ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

তাকোমা: বিনা উস্কানিতে আফগানিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা অভিযোগে প্রথমবারের মতো সোমবার সামরিক আদালতের মুখোমুখি করা হয়েছে পাঁচ মার্কিন সেনা সদস্যকে।

কর্তৃপক্ষ জানায়, কান্দাহার প্রদেশে বেসামরিক লোকজনের ওপর পাঁচজন মার্কিন সেনা গুলি চালায়।



হত্যার অভিযোগে অভিযুক্ত সেনা সদস্য জার্মি মোরলকের বিরুদ্ধে সোমবার শুনানি শুরু হয়েছে। মোরলক এবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তিনজন নিরপরাধ নাগরিককে হত্যা করে।

কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্ত মার্কিন সেনার নাম গোপন রাখা হয়েছে। তিনি নির্মম নির্যাতন করে মানুষ হত্যা করেছেন।

আদালতে মামলাটি চালানো মতো পর্যাপ্ত তথ্য আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।