ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলিভিয়ার বনের আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলিভিয়ার বনের আগুন

লাপাজ: বলিভিয়ার সান্তাক্রুজ প্রদেশের একটি বনের ২৭ হাজার হেক্টর এলাকায় আগুন লেগে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্থানীয় একজন সরকারি কর্মকর্তা বুধবার এ তথ্য জানান।



প্রদেশের টেকসই উন্নয়নবিষয়ক প্রধান মানিলো রোচা বলেন, ‘সংরতি বনে আগুন লেগে ২৭ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। ’ তিনি আরও বলেন, ‘এটা (আগুন) এখন দেিণর দিকে এগিয়ে যাচ্ছে, যা নিয়ন্ত্রণ করা সম্ভব করা নয়। ’ এই আগুন সব উদ্ভিদ ও প্রাণীর জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি জানান।

আগুনের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘খরার কারণে আগুনের হল্কা ছড়াচ্ছে এবং এটা ডিসেম্বর পর্যন্ত চলবে। বন, জীববৈচিত্র্য ও লোকজনের স্বাস্থ্যের লোকসানের জন্য অনুতপ্ত হতে হবে। ’

বলিভিয়া দণি আমেরিকার সবচেয়ে গরীব দেশগুলোর একটি। এখানে আগুন নেভানোর যন্ত্রপাতির সংকট রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।