ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপ জুড়ে শ্রমিক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
ইউরোপ জুড়ে শ্রমিক বিক্ষোভ

ব্রাসেলস: সাধারণ মানুষের ব্যয় কমানোর ব্যাপারে ইউরোপের বিভিন্ন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার ব্রাসেলসে হাজার হাজার বিক্ষোভকারী গণমিছিলে অংশ নিয়েছে। খবর বিবিসি’র।



এছাড়া কৃচ্ছ্রতা বিলের বিরুদ্ধে গ্রিস, ইতালি, আয়ারল্যান্ড ও লাটভিয়ায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্পেনে চলছে সাধারণ ধর্মঘট। সেখানে রেল-বাস চলাচলসহ সব সরকারি সেবা বন্ধ হয়ে গেছে।

শ্রমিক ইউনিয়নগুলো জানায়, ব্যাংকার ও ব্যবসায়ীদের তৈরি অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে ইউরোপের শ্রমিকরা।

ইউরোপের বিভিন্ন সরকার শ্রমিকদের বেতন, অবসর ভাতা ও চাকরির সুযোগ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গ্রিস ও আয়ারল্যান্ডে গত বছরে বেকারত্বের হার এ মুহূর্তে সবচেয়ে বেশি। গত তিন বছরে স্পেনে এ অঙ্কটা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণে।

ব্রিটেনের সরকার কিছু ক্ষেত্রে ২৫ শতাংশ ব্যয় কমানোর পরিকল্পনা করছে। অবসরের ন্যুনতম বয়স বাড়িয়ে দেওয়ায় প্রচণ্ড বিক্ষোভের মুখে পড়েছে ফ্রান্স।

ইউরোপীয় শ্রমিক ইউনিয়ন কনফেডারেশন (ইটিইউসি) জানায়, তারা আশা করছে এক লাখ লোক বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ের ভবনে জড়ো হবে।

ব্রাসেলসের বিক্ষোভকে আন্দোলনকারীরা ‘তৎপরতার দিন’ হিসেবে ঘোষণা করেছেন। তাদের স্লোগান হচ্ছে, ‘কৃচ্ছ্রতা বিলকে না বলুন, চাকরি ও উন্নয়নকে অগ্রাধিকার দেন। ’

ফ্রান্সের শ্রমিক ইউনিয়নের প্রধান জাঁ ক্লদ মেইলি বলেন, কৃচ্ছ্রতা বিল নিয়ে এখনো ভাবার সময় আছে। তিনি বলেন, ‘এই সংকট আমরা তৈরি করিনি। ব্যাংকগুলোকে এই বিল পরিশোধ করতে হবে। শ্রমিকরা দেবে না। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।