ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অযোধ্যা শান্ত, স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
অযোধ্যা শান্ত, স্বাভাবিক

অযোধ্যা: অযোধ্যায় অত্যন্ত স্বাভাবিক ও শান্ত পরিবেশ বিরাজ করছে। আজ বৃহস্পতিবার বিচারের দিন স্থানীয়দের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।



অযোধ্যার ভূমির মালিকানা নিয়ে রায়ের ঘোষণাকে সামনে রেখে বাবরি মসজিদটি সকাল থেকেই শক্ত নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে রাখা হয়েছে। আশাপাশের বাণিজ্যিত প্রতিষ্ঠানগুলো অন্যান্য দিনের মতোই খোলা আছে।

বাবরি মসজিদ-রামজন্মভূমির রায় আজ বিকেল সাড়ে ৩টায় লক্ষ্ণর একটি বেঞ্চ ঘোষণা করতে যাচ্ছেন।

অযোধ্যার সব দোকানপাট খোলা রয়েছে। শিশুদের রিকশা ও টেম্পোযোগে স্কুলে যেতে দেখা গেছে।

হনুমান গারহি অঞ্চলের মিষ্টি দোকানের মালিক দিনেশ তিওয়ারি বলেন, ‘সবকিছুই স্বাভাবিক আছে। আমরা নিয়মিত সময়েই দোকান খুলেছি। আপনি দেখতে পাবেন, খরিদ্দাররা বিশেষ করে পূজারীরা অন্যান্য দিনের মতোই সার বেঁধে দোকানের সামনে দাঁড়িয়েছেন মিষ্টি নেওয়ার জন্য। ’

বশিষ্ঠগঞ্জ এলাকায় আসিফ হোসেন একটি কোচিং সেন্টার চালান। তিনি বলেন, ‘আমি বেশ কয়েকটি সংবাদপত্রের খবর পড়েছি, টিভির সংবাদ শুনেছি। খবরগুলোয় অযোধ্যা অচল হয়ে পড়েছে বলে প্রকাশ করা হয়েছে। আমি আপনাকে জানাচ্ছি যে, অযোধ্যায় কিছুই হয়নি। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।