ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কিম জং-উনের ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
কিম জং-উনের ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া

সিউল: উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের ছোট ছেলে ও উত্তরসূরী কিম জং-উনের ছবি বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ এ তথ্য প্রকাশ করেছে।



উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তাসংস্থা’র (কেসিএনএ) প্রকাশিত এ ছবিতে নেতা উনসহ ক্ষমতাসীন দলের প্রধান নেতাদের দেখা যায়।    

ছবির ক্যাপশনে কিমের ছেলে জং-উনের নাম উল্লেখ না থাকলেও ছবিতে তাকে দেখা যাচ্ছে বলে ইয়োনহাপ জানায়।

তবে দলীয় এ ছবিতে জং-উনের অংশ নেওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।