ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে শরনার্থীর সংখ্যা প্রায় ৩ লাখ

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

কলকাতা: ভারতে এই মূহুর্তে প্রতিবেশী দেশগুলি থেকে বিভিন্ন কারণে চলে আসা শরনার্থীর সংখ্যা প্রায় ৩ লাখ।

ভারতের ২০০১ সালের জনগণনা অনুসারে, ৩ লাখ শরনার্থীর মধ্যে ত্রিপুরায় আছেন ৫০ হাজার বাংলাদেশি।

তামিলনাড়–তে ৭০ হাজার তামিল শ্রীলঙ্কান এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন ১ লাখের বেশি তিব্বতি। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে এসেছেন ১১ হাজার ৭৫৩ জন শরনার্থী।

দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টাল এশিয়া স্টাডিজ বিভাগের গবেষণারত অধ্যাপক প্রমোদ কুমার শর্মা জানিয়েছেন, ভারতে আসা আফগান শরনার্থীদের মধ্যে ২৮ শতাংশ তাদের দেশে ফিরতে চান। বাকি ৭২ শতাংশ ভারতেই থাকতে চান নাগরিকত্ব নিয়ে।

তিনি আরও জানিয়েছেন, এদেশে থাকা আফগান নাগরিকদের ২৪ শতাংশই বেকার। ৫২ শতাংশ ব্যবসা করেন। আর বাকিরা কোনরকমে চাকরি করে দিন কাটান।

এছাড়া ৯৮ শতাংশ দুটি আফগান ভাষা ‘দারি’ ও ‘পুশতো’ বলতে পারলেও এখন এখানে কাজ জোটানোর তাগিদে হিন্দি শিখছেন। ভারতে অবস্থানরত ৮৫ শতাংশ আফগানি এখন হিন্দি বলতে পারেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, জাতিসংঘের চলতি অধিবেশনে আফগান সরকারের কাছে ভারত এই শরনার্থীদের দ্রুত কাবুলে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।