ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

কোচি: কেবিনে ধোঁয়া দেখে ভারতের কোচির কোঝিকোড় থেকে রিয়াদ যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি বিমান শনিবার সকালে জরুরি অবতরণ করেছে। বিমান কর্তৃপক্ষ এতথ্য জানিয়েছেন।



স্থানীয় সময় সকাল ৮ টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটিতে ১৯৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।

কোঝিকোড় বিমানবন্দর থেকে সকাল ৬টা ৩৫ মিনিটে আকাশে ওড়ার ৩০ মিনিট পর বিমানের কেবিনে ধোঁয়া দেখা যায়। পরে বিষয়টি পাইলটকে জানানো হয়। পাইলট রিয়াদের পথে না গিয়ে জরুরি ভিত্তিতে কোচির কোঝিকোড় বিমানবন্দরে অবতরণ করেন।

যাত্রীদের বিমানবন্দরের কাছে একটি হোটেলে স্থানান্তর করা হয়েছে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সুত্র থেকে জানানো হয়েছে, সন্ধায় বদলি ফ্লাইটে যাত্রীদের রিয়াদের পাঠানোর ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।