ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পর্যটন বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
পর্যটন বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী উত্তর কোরিয়া

সিউল: দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে পর্যটন প্রকল্পের কাজ শুরুর আগ্রহ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এ ধরনের প্রকল্প দুই বছর মেয়াদী হবে বলে উত্তর কোরিয়ার বার্তাসংস্থা কেসিএনএ জানায়।



সিউলের ইউনিফিকেশন মন্ত্রীকে এ বিষয়ে জানানো হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি বলে বার্তাসংস্থাটি জানায়।

২০০৮ সালে সিউল কুমগাঙ্গ পাহাড়ের অবকাশ যাপন কেন্দ্রে আয়োজিত ভ্রমণ কর্মসূচি বাতিল করে। মূলত অবকাশ যাপন  কেন্দ্রের কাছে উত্তর কোরিয়ার এক সেনা গুলি করে দক্ষিণ কোরিয়ার এক পর্যটককে হত্যা করার পর দেশটির সঙ্গে সব ধরনের পর্যটন কর্মসূচি বাতিল করে দক্ষিণ কোরিয়া।

এ প্রকল্প আবারও শুরুর বিষয়ে চলতি বছরের প্রথম দিকে আলোচনা শুরু হলেও কোনো অগ্রগতি ছাড়াই তা শেষ হয়।

মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় দেশটির ৪৬ জন নাবিক নিহত হন। উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে যুদ্ধজাহাজটি ডুবে যায় বলে আন্তর্জাতিক এক তদন্তের ফলাফলে বেরিয়ে আসলেও বরাবরই তা অস্বীকার করে আসছে  দেশটি। এ ঘটনার পর থেকে কোরীয় দ্বীপে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।

দুই কোরিয়ায় অবস্থিত রেডক্রস সংস্থা দেশ দু’টির বিভক্ত পরিবারগুলোর পুনর্মিলনের বিষয়ে সম্মত হয়। এর এক দিন পরই শনিবারের এ প্রতিবেদটি প্রকাশিত হয়। এরমধ্য দিয়ে দেশ দুটির সাম্প্রতিক উত্তেজনা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১:২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।