ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাশভিলে স্কুলে হামলা: বন্দুকধারীর বাড়িতে আরও অস্ত্র পেয়েছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
নাশভিলে স্কুলে হামলা: বন্দুকধারীর বাড়িতে আরও অস্ত্র পেয়েছে পুলিশ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের একটি স্কুলে সোমবার হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করা বন্দুকধারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নিহত ছয়জনের মধ্যে তিন শিশু রয়েছে।

বাকিরা প্রাপ্তবয়স্ক। নিহতদের মধ্যে ওই স্কুলের প্রধান ক্যাথরিন কুনসেও রয়েছেন।

পুলিশ বলছে, হামলাকারী ২০ বছর বয়সী অদ্রে হালে।  এই ট্রান্সজেন্ডার ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তিনি ওই স্কুলেরই শিক্ষার্থী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পুরুষ নাম ব্যবহার করতেন।  

পুলিশ বলছে, হালের বাড়ি থেকে আরও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক শটগান।  

নাশভিলের কোভেন্যান্ট স্কুলটি বেসরকারি খ্রিস্টান স্কুল। তিন থেকে ১১ বছর বয়সী শিশুরা সেখানে পড়াশোনা করে।  

নাশভিল পুলিশের প্রধান জন ড্রেক বলেন, কর্মকর্তারা মনে করছেন, হামলাকারীর অন্য কোনো উদ্দেশ্য ছিল।  

সিবিএস নিউজকে তিনি বলেন, ২৮ বছর বয়সী ওই হামলাকারী নাশভিল শহরেরই। তার বাড়িতে যেসব প্রমাণ পাওয়া গেছে, তা এটি নিশ্চিত করে যে, হামলাটি বেশ পরিকল্পিত।  

হামলাকারী অড্রে এলিজাবেথ হালের আগের কোনো অপরাধের রেকর্ড ছিল না। গত রাতে নাশভিল পুলিশের প্রধান জন ড্রেক বলেন, তারা হালের কাছ থেকে স্কুলের বিস্তারিত মানচিত্র উদ্ধার করতে পেরেছেন।  

স্কুলের ভেতর সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, হালে আত্মরক্ষামূলক পোশাক পরে হাতে অস্ত্র নিয়ে ঘুরছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।