ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালিবানের হাতে ব্রিটিশ নাগরিক আটক 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
আফগানিস্তানে তালিবানের হাতে ব্রিটিশ নাগরিক আটক 

আফগানিস্তানে একাধিক ব্রিটিশ নাগরিক তালিবানের হাতে আটক হয়েছেন। একটি মানবিক সংস্থা বিবিসিকে এই খবর দিয়েছে।

 

প্রেসিডিয়াম নেটওয়ার্কের স্কট রিচার্ড বলেন, আটক হওয়া প্রথম ব্যক্তির নাম কেভিন কর্নওয়েল, বয়স ৫৩। কর্নওয়েল ও আরেক অজ্ঞাত ব্যক্তি গেল জানুয়ারিতে আটক হন। পরে আরেক সময়ে তৃতীয় জন আটক হন।  

পররাষ্ট্র দফতর বলছে, ওই লোকদের সঙ্গে যোগাযোগের জন্য অনেক চেষ্টা করতে হচ্ছে।  

প্রেসিডিয়াম নেটওয়ার্ক যুক্তরাজ্য-ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্টান। প্রতিষ্ঠাটি সংকটে থাকা গোষ্ঠী বা সম্প্রদায়কে সহায়তা দেয়। প্রতিষ্ঠানটি দেখিয়েছে, অভাব বেড়ে যাওয়ায় লোকজন সহিংসতার শিকার হচ্ছে।  

রিচার্ড নিশ্চিত করেন কর্নওয়েল একটি দাতব্য সংস্থায় করতেন। দ্বিতীয় ব্যক্তির নাম জানা যায়নি। তৃতীয় ব্যক্তি ব্রিটিশ নাগরিক নন।


বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।