ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চুল ঢেকে না রাখায় ইরানে দুই নারীর মাথায় ছোড়া হলো দই

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
চুল ঢেকে না রাখায় ইরানে দুই নারীর মাথায় ছোড়া হলো দই

ইরানে চুল ঢেকে না রাখায় দুই নারীর ওপর দই ছুড়েছেন এক ব্যক্তি। পরে ওই দুই নারী গ্রেপ্তার হন।

খবর বিবিসি।  

এক ভিডিওতে দেখা যায়, দুই নারী ক্রেতা দোকানে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন। এরপর ওই ব্যক্তি রেগেমেগে সেলফ থেকে দইয়ের পাত্র নিয়ে তাদের মাথায় ছুড়ে মারেন।  

ইরানের বিচার বিভাগ বলছে, চুল দেখানোর অপরাধে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে চুল খোলা রাখা বৈধ নয়।

ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে।  

গেল বছর হিজাব না পরায় মাশা আমিনি নামে এক তরুণী ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যান। এর পর থেকেই দেশটিতে বাধ্যতামূলক হিজাব পরা বন্ধের দাবিতে আন্দোলন চলছে। ঠিক এই আন্দোলনের মধ্যেই এই ঘটনা ঘটল।  

ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দুই নারী দোকানে প্রবেশ করে অপেক্ষা করছেন। এক ব্যক্তি তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই তিনি তাদের মুখোমুখি হন।

কথা বলার পর তিনি বারবার দই ছুড়ে মারছিলেন। দোকানি হামলাকারিকে ঠেলে দোকানের বাইরে পাঠিয়ে দেন।  
 
বার্তা সংস্থা মিজানের খবর অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিচার বিভাগ ওই দোকানিকে নোটিশে জানিয়ে দিয়েছে, যাতে তিনি দোকানে আইন মেনে চলা নিশ্চিত করেন।

ইরানে জনসমাগমস্থলে নারীদের হিজাব না পরা অবৈধ। এরপরও বড় বড় শহরে অনেকে হিজাব ছাড়া চলাফেরা করেন।  

এই আইনের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে ইরানি সমাজে মতবিরোধ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।