ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে

ইসরায়েলি সেনারা সামরিক অভিযান চালিয়ে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে দুজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই নিয়ে ৯৪ জন ফিলিস্তিনি এই বছর হত্যার শিকার হয়েছেন।

আল জাজিরা।

সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নাবলুসে দুই নাগরিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বার্তাসংস্থা ওয়াফা নিহত দুই ফিলিস্তিনির পরিচয় নিশ্চিত করেছে।  

নিহতরা হলেনম, মোহাম্মদ আবু বকর আল-জুনাইদি ও মোহাম্মদ সায়িদ নাসের। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, গেল ফেব্রুয়ারিতে তারা হুয়ারায় দুই ইসরায়েলিকে হত্যায় চালানো হামলায় জড়িত ছিলেন।  

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্রধান আহমাদ জিবরিল বলেন, সোমবার সকালে আল-মাকফিয়েহতে ইসরায়েলি বাহিনীর কাঁদুনে গ্যাসে বেশ কয়েকজন আহত হয়েছেন।  

ইসরায়েলি বাহিনী বলছে, অভিযানের সময় বিপরীত দিক থেকে গুলি আসার পর তারা গুলি ছোড়ে। এই গুলি বিনিময় আড়াই ঘণ্টার মতো স্থায়ী হয়।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।