ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীন ও রাশিয়া কৌশলগত কমরেড: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
চীন ও রাশিয়া কৌশলগত কমরেড: ল্যাভরভ

ইইউ ইউক্রেনকে সাহায্য করে রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করেছে। এর ফল ইইউ-কে ভুগতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেনকে যেভাবে সাহায্য করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, তা দৃষ্টিকটু। এর জন্য রাশিয়ার সঙ্গে ইইউ-র ক্রমশ দূরত্ব তৈরি হয়েছে। এ দূরত্ব আরও বাড়বে এবং ইইউ-কে তার ফল ভুগতে হবে।

তিনি বলেন, রাশিয়া দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনোরকম আপস করবে না। এর জন্য সমস্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।

অন্যদিকে, সম্প্রতি চীনের প্রেসিডেন্টের রাশিয়া সফর নিয়েও কথা বলেছেন ল্যাভরভ। তিনি জানিয়েছেন, দুই দেশের প্রেসিডেন্টের ১০ ঘণ্টার ওপর আলোচনা হয়েছিলো। চীন ও রাশিয়া কৌশলগতভাবে কমরেড।

তিনি বলেন, আগামী দিনে দুই দেশের সমঝোতা যেন আরও মজবুত হয়, তা নিয়ে আলোচনা হয়েছে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের।

সূত্র- ডয়েচে ভেলে

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।