ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

লিমা: পেরুতে ব্রিটিশ পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত হয়েছে।

শনিবার ৬ জন পর্যটককে নিয়ে বিমানটি নাজকা লাইনস এলাকায় বিধ্বস্ত হয়।



পুলিশের ধারণা, বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় এটি বিধ্বস্ত হয়েছে।

নিহতদের মধ্যে ৪ জন ব্রিটেনের নাগরিক। এদের ৩ জন পুরুষ ও ২ জন নারী। এ ছাড়া বিমানের পাইলট ও কো-পাইলটও নিহত হয়েছেন। তারা পেরুর নাগরিক।

পুলিশ এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

দ্য নাজকা লাইনস একটি রহস্যজনক মরুময় এলাকা। ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।