ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউ-রাশিয়া সম্পর্কের গুরুতর অবনতি হয়েছে: পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
ইইউ-রাশিয়া সম্পর্কের গুরুতর অবনতি হয়েছে: পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও ইইউর মধ্যকার সম্পর্কের গুরুতর অবনতি হয়েছে। ইইউ রাশিয়ার সঙ্গে ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব শুরু করেছে।

 

ক্রেমলিনে এক অনুষ্ঠানে তিনি ইইউ দূত রোল্যান্ড গালহ্যারাগকে এসব কথা বলেন। আল জাজিরা।

শুরুর বক্তব্যে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে গঠনমূলক অংশীদারত্ব তৈরির পথ সব দেশের জন্য খোলা। বিশ্বে জটিল পরিস্থিতিতেও রাশিয়া নিজেকে বিচ্ছিন্ন করবে না।

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হলে রাশিয়ার সঙ্গে পশ্চিমের সম্পর্ক অনেকটাই চেপে আসে। সেই সময়ের চেয়ে এখন আরও খারাপ হয়েছে।  

পুতিন যুক্তরাষ্ট্রের নতুন দূত লাইন ট্রেসিকে বলেন, গেল বছর ইউক্রেনে সশস্ত্র বাহিনী পাঠানোর পর থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী।  

ক্রেমলিনের ওই অনুষ্ঠানে ১৭ জন দূত তাদের পরিচয়পত্র পেশ করতে আসেন। তাদের মধ্যে এই দুই দূতও ছিলেন।  

যুক্তরাষ্ট্রের দূতকে পুতিন বলেন, ২০১৪ সালে ইউক্রেনে একটি বিপ্লবের জন্য যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল। সেই ঘটনার জেরে রাশিয়া ও ইউক্রেন সংঘাতে জড়িয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।