ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমার ছেড়ে থাইল্যান্ডে পালিয়েছেন কয়েক হাজার বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
মিয়ানমার ছেড়ে থাইল্যান্ডে পালিয়েছেন কয়েক হাজার বাসিন্দা

মিয়ানমারে সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ সংঘাতে কয়েক হাজার বাসিন্দা সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডে পালিয়েছেন। থাইল্যান্ডের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

খবর আল জাজিরা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত অং সান সু চির সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং সশস্ত্র বিদ্রোহ বাড়তে থাকে।  

থাই কর্মকর্তারা বলছেন, থাইল্যান্ডের তাক প্রদেশের পাশে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় কারেন প্রদেশের মিয়াওয়াদ্দি শহরের কাছে সংঘাত চলছে।  

তাক প্রদেশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ৩ হাজার ৯৯৮ জন বাসিন্দা পালিয়ে থাইল্যান্ডে ১০টি অঞ্চলে সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।  

থাইল্যান্ডের খাওসোদ ইংলিশ ও বিবিসি বার্মিজ বলেছে, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির সশস্ত্র সদস্যরা একটি সীমান্ত চৌকিতে হামলার পর থেকে সংঘাত শুরু হয়।  

দাতব্য সংস্থার এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, গতকাল থেকে অনেক বাসিন্দা সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে গিয়েছেন। সীমান্তে অনেকে অপেক্ষা করছেন। তাদের জন্য পর্যাপ্ত পানের পানি ও টয়লেট নেই।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।