ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে দুজন নিহতের ঘটনায় তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
পশ্চিম তীরে দুজন নিহতের ঘটনায় তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি সেনারা

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন।

শুক্রবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেরিকো প্রদেশের হামরায় অবৈধ ইসরায়েলি বসতির কাছাকাছি একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা।

 

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামরা জংশনে একটি গাড়িতে বন্দুক হামলা হয়েছে। তাদের সেনারা ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

মেগান ডেভিড আদম নামে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া একটি প্রতিষ্ঠান বলছে, দুই তরুণী নিহত হয়েছেন। তাদের বয়স ২০ এর কোটায়। ৪০ বছরের আরেক নারী গুরুতর আহত হয়েছেন।  

লেবানন ও গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা ঘটল।  

চিকিৎসকরা বলছেন, গাড়ির বাইরে অচেতন অবস্থায় তিন নারীকে পাওয়া যায়। কাছাকাছি আরেকটি গাড়ি থেকে গুলি ছোড়া হয়ে থাকতে পারে। গাড়িটি দৃশ্যত ভেঙে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।