ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিনের উত্তেজনা, মধ্যস্থতায় বসছে কাতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
ইসরায়েল-ফিলিস্তিনের উত্তেজনা, মধ্যস্থতায় বসছে কাতার

আল-আকসা মসজিদে সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে মধ্যস্থতার কাজ করছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, “সাম্প্রতিক উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে কাতার সব পক্ষের সঙ্গেই কথা বলছে। আজ (শনিবার) দুপুরে দু’পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বৈঠকের সূচি নির্ধারিত হয়েছে। ”

গত বুধবার আল আকসা মসজিদের চত্বরে কয়েকশ ফিলিস্তিনি মুসল্লির সঙ্গে সংঘাত হয় ইসরায়েলি পুলিশের। সেই সংঘাতের ৪৮ ঘণ্টার মধ্যে শুক্রবার অবরুদ্ধ পশ্চিম তীরের ইফরাত শহর এবং ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিবে বন্দুক ও গাড়ি হামলায় নিহত হন তিন বিদেশি পর্যটক।

তারপর ওই দিনই সন্ধ্যার পর ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যদের সমাবেশের ডাক দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।