ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৃষ্টিতে ভিজে কাবা শরিফ তাওয়াফ করলেন ওমরাহ পালনকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
বৃষ্টিতে ভিজে কাবা শরিফ তাওয়াফ করলেন ওমরাহ পালনকারীরা

ওমরাহ পালনকারী মুসল্লিরা সোমবার (১০ এপ্রিল) ভোরে পবিত্র নগরী মক্কায় বৃষ্টিস্নাত হয়ে কাবা শরিফ তাওয়াফ করেছেন। এ সময় মুসল্লিরা আধ্যাত্মিক মুহূর্ত অনুভব করেন বলে প্রতিক্রিয়ায় জানান।

মক্কার অফিসিয়াল টুইটার থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে, পবিত্র কাবা ঘরের আঙিনায় মুসল্লি ও ওমরাহ পালনকারীরা তাওয়াফ করছিলেন। এমন সময়ে বৃষ্টির পানিতে ভিজে যায় তাদের পুরো শরীর। তখন অনেককে সিজদা করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। অনেকে দুই হাত তুলে দোয়া ও প্রার্থনা শুরু করেন।

 

এদিকে, নিরাপত্তা ও জরুরি সংস্থার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ছুটে যান। বৈরি আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটে। পরে কাবা’র দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করে।

প্রতি বছর রমজান মাসে কয়েক হাজার মুসলমান ওমরাহ পালনের জন্য মক্কায় ছুটে আসেন। এ বছর, পবিত্র রমজান মাস ২৩ মার্চ শুরু হয় এবং ২১ এপ্রিল শেষ হবে।

সূত্র: আল আরাবিয়া নিউজ

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।