ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কমলাকে সঙ্গী করে আবারো দৌড়াতে চান বাইডেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
কমলাকে সঙ্গী করে আবারো দৌড়াতে চান বাইডেন!

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এনবিসি নিউজের বরাতে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

 

বাইডেন বলেন, ২০২৪ সালে তিনি ডেমোক্রেটিক প্রার্থী হতে চান। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা তিনি এখনই দিচ্ছেন না।  

বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দুজনই বলেছেন, তারা একত্রে নির্বাচনের দৌড়ে নামবেন।  

বেশ কয়েকটি অসমর্থিত সূত্রের বরাতে এনবিসি নিউজ বলছে, বাইডেনের পুনঃনির্বাচনের প্রচারণা শুরু করতে হোয়াইট হাউজের শীর্ষ উপদেষ্টারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত।  

এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এনবিসিকে বলেছে, সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।