ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫৩

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যেই দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছন। হামলায় বেঁচে ফেরাদের বরাতে এই খবর দিয়েছে বিবিসি।

হামলা থেকে বেঁচে ফেরা লোকেরা জানিয়েছেন নিহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী রয়েছেন এবং বেশ কয়েকটি শিশু রয়েছে। বিবিসি অবশ্য এই সংখ্যার সত্যতা যাচাই করতে পারেনি।

বিবিসি জানিয়েছে, সাগাইং অঞ্চলে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই অঞ্চলটি সামরিক সরকারের বিরোধিতা করে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বিমান হামলার পরিমাণ বেড়েছে।

মিয়ানমারে সাগাইং অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী সামরিক শাসনের বিরোধিতা করে থাকে। তারা নিজেদের বাহিনী গড়ে তুলেছে। নিজেরাই স্কুল ও ক্লিনিক পরিচালনা করছে।  

গ্রামবাসীদের একজন বিবিসিকে বলেন, একটি যুদ্ধবিমান সকাল ৭টার দিকে বোমা নিক্ষেপ করে। এর ২০ মিনিট আগে একটি বন্দুকবাহী হেলিকপ্টার ওই অঞ্চলের ওপর দিয়ে ওড়ে যায়। এতে গ্রামটি স্তব্ধ হয়ে যায়।  

আল জাজিরা বলছে, স্থানীয় একটি প্রশাসনিক অফিস উদ্বোধনে লোকজন জড়ো হলে হামলা চালানো হয়।

সংঘাত পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠীর উপাত্ত বিশ্লেষণ করে বিবিসি বলছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ৬০০টি বিমান হামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।