ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটার এখন ‘এক্স’

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
টুইটার এখন ‘এক্স’

সম্প্রতি তাৎপর্যপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা দিয়েছে টুইটার। মাইক্রোব্লগিং ওয়েবসাইটটি বলছে যে, এটি ইলন মাস্কের ‘এক্স, দ্য এভরিথিং অ্যাপ’- এর সঙ্গে একত্রিত হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে আদালতে দায়ের করা এক মামলায় টুইটার বলে দিয়েছে যে, এটি আর নেই। বিজনেস স্ট্যান্ডার্ড

মামলায় বলা হয়, টুইটার ইনকরপোরেশনকে এক্স করপোরেশনের সঙ্গে এক করে ফেলা হয়েছে। এটি আর নেই। এক্স করপোরেশন ব্যক্তিগতভাবে পরিচালিত একটি একটি করপোরেশন।  এটি নেভাডায় অন্তর্ভুক্ত এবং এর প্রধান ব্যবসায়িক স্থান ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে।

গেল বছরের অক্টোবরে টুইটার কেনার সময় ইলন মাস্ক জানিয়েছিলেন, এক্স হলো তার ব্যবসার দীর্ঘমেয়াদি পরিকল্পনা।  

মাস্ক টুইটে বলেছিলেন, এক্স দ্য এভরিথিং অ্যাপ তৈরির জন্যই দ্রুত টুইটার কেনা।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।