ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে সেনাঘাঁটিতে গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
ভারতে সেনাঘাঁটিতে গুলি, নিহত ৪ সংগৃহীত ছবি

ভারতের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় একটি সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সকালে এই গোলাগুলি হয় বলে জানিয়েছে আল জাজিরা।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাটিন্ডা সেনাঘাঁটির ভেতর এ গোলাগুলির ঘটনা ঘটে।

বুধবার সকালে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় একটি অনুসন্ধান অভিযান চলমান রয়েছে। স্টেশন কুইক রিয়্যাকশন টিম মাঠে কাজ করছে। এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে

এতে আরও বলা হয়েছে, ভোর ৪টা ৩৫ মিনিটে ঘটনাটি ঘটেছে। অনুসন্ধান চলছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, অজানা সংখ্যক বন্দুকধারী ভাটিন্ডা সেনাঘাঁটিতে এখনও উপস্থিত আছে। তাদের কাছে গোলাবারুদ ছিল।

রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ছয় ঘণ্টা উত্তরে অবস্থিত ওই সেনাঘাঁটিতে বেশিরভাগ সৈন্য পরিবার নিয়ে থাকেন। এটি একটি আবাসিক সেনাঘাঁটি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।