ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশকে পানি মেরে হংকংয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
পুলিশকে পানি মেরে হংকংয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার

থাই নতুন বছর ‘সংক্রান’ উদযাপনের সময় বন্দুক দিয়ে পুলিশের ওপর পানি ছোড়ার দায়ে হংকংয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। বিবিসি।

 

পুলিশ বলছে, দুজনের বয়সই ২০ এর ঘরে। তারা উৎসবের আড়ালে আইন প্রয়োগকারী সংস্থাকে টার্গেট করেছে। গেল রোববার কৌলুন শহরে এই ঘটনা ঘটে, যেখানে অনেক থাইয়ের বাস।

ঐতিহ্যগতভাবে দুর্ভাগ্য দূরে রাখতে সংক্রানের সময় বালতি কিংবা পিচকারির মতো বন্দুক ব্যবহার করে পানি ছেটানো হয়।

২০২০ সালে বেইজিং জাতীয় নিরাপত্তা আইন আরোপ করার পর থেকে হংকংয়ের স্বাধীনতায় ক্ষয় ধরে। সমালোচকদের ভাষ্য, সমালোচকরা বলছেন, ভিন্নমত পোষণ করতে এবং হংকংয়ের স্বায়ত্তশাসনকে দুর্বল করার জন্য এমনটি করা হয়েছে।

শহরটি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল। এর এক দেশ, দুই রীতি- নীতির আওতায় বাসিন্দারা নির্দিষ্ট স্বাধীনতা ভোগ করেন বলে মনে করা হয়, যা মূল ভূখণ্ডে নেই।

পুলিশের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, গ্রেপ্তার হওয়া দুজনের একজন একটি ইউটিউব চ্যানেল চালান।  

১০ এপ্রিল আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, লাল পোশাকে এক ব্যক্তি দুই পুলিশ সদস্য ও টিভিবির প্রতিবেদকের ওপর পানি ছিটান। ওই গণমাধ্যমটিকে সরকারপন্থী বলে মনে করা হয়ে থাকে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।