ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৪ গুলিতে শেষ ‘গ্যাংস্টার আতিক ব্রাদার্স’

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
১৪ গুলিতে শেষ ‘গ্যাংস্টার আতিক ব্রাদার্স’

ভারতের উত্তর প্রদেশে সাবেক সংসদ সদস্য আতিক আহমেদকে হত্যায় কমপক্ষে ৯টি গুলি করা হয়। তার ভাইকে করা হয় ৫টি গুলি।

ময়নাতদন্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। খবর এনডিটিভি।  

গত শনিবার রাতে একটি হাসপাতালের সামনে টিভিতে লাইভে থাকার সময় কথিত গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাইকে হত্যা করা হয়।  

গ্রেপ্তারের পর পুলিশ তাদের চিকিৎসা করতে হাসপাতালে নিচ্ছিল।

ময়নাতদন্তে দেখা যায়, আতিক আহমেদের মাথায় একবার একটি বুকে ও পিঠে আটটি গুলি করা হয়। মোট ৯টি বুলেট মিলেছে।

টিভিতে লাইভে কথা বলার সময় তিন বন্দুকধারী এই দুই ভাইকে গুলি করে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র বলছে, আতিক আহমেদের ভাই আশরাফের দেহে পাঁচটি বুলেট মিলেছে। এর মধ্যে একটি মুখে, আর চারটি পেছনে।  

পাঁচ ডাক্তারের একটি প্রতিনিধিদল ময়নাতদন্তে অংশ নেয়। আলোচিত এ ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটির ভিডিও ধারণ করা হয়েছে।
 
সাবেক এমএলএ ও এমপি আতিক আহমেদের নামে অন্তত ১০০টি ফৌজদারি মামলা ছিল। আইনজীবী উমেশ পাল হত্যা মামলার আসামি ছিলেন তিনি।  

আতিকের  ১৯ বছর বয়সী ছেলে আসাদও এই মামলার আসামি ছিল। বৃহস্পতিবার ছেলেকে হত্যা করে উত্তর প্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।