ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া যুদ্ধ শেষ করতে চায়: লাভরভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
রাশিয়া যুদ্ধ শেষ করতে চায়: লাভরভ

যত দ্রুত সম্ভব রাশিয়া ইউক্রেনে যুদ্ধ সমাপ্ত করতে চায় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

তিনি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে রাশিয়া ‘আগ্রহী’।

ব্রাসিলিয়ায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাইরো ভিইরার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সের্গেই লাভরভ এ কথা বলেন।

লাভরভ ইউক্রেনের পরিস্থিতি ‘চমৎকার বোঝার’ জন্য তার ব্রাজিলিয়ান বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সম্ভাব্য সমাধানের সন্ধানে ব্রাজিল ‘অবদান রাখার ইচ্ছা প্রকাশ’ করায় রাশিয়া কৃতজ্ঞ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইউক্রেন বলে আসছে, কিয়েভ ক্রিমিয়া পুনর্দখল এবং তাদের সকল দখলকৃত অঞ্চল রাশিয়ার সেনারা ছেড়ে দিলেই কেবল শান্তি  অর্জন হবে।

সূত্র- সিএনএন

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।