ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
সুদানে  ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি

সুদানে সেনাবাহিনী ও বিদ্রোহী পার্লামেন্টারি ফোর্স ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। আরব গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে।

 

আল জাজিরা বলছে, জেনারেল শামস-আল দিন কাবাশি আল আরবিয়া টিভিকে বলেন, সেনাবাহিনী ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে অস্ত্রবিরতি শুরু হবে।  

সুদানের সেনাবাহিনী অস্ত্রবিরতির প্রস্তাব জানার বিষয়টি অস্বীকার করার ঘণ্টাখানেক পর তিনি এই ঘোষণা দেন।  

জেনারেল বলেন, প্রতিবেশী দুটি দেশ আর র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সাহায্য দেওয়ার চেষ্টা করছে। তবে তিনি দেশ দুটির নাম বলেননি।

আরও পড়ুন: কী নিয়ে সংঘাত সুদানে?

দেশের ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে গেল চারদিন ধরে লড়াই চলছিল সেনাবাহিনী ও বিদ্রোহী পার্লামেন্টারি ফোর্সের মধ্যে।

লাখ লাখ সুদানি নাগরিক রাজধানীসহ অন্যান্য শহরে নিজেদের বাড়িতে লুকিয়ে রয়েছেন। লড়াইরত বাহিনী দুটি কামান ও বিমান নিয়ে বিভিন্ন আবাসিক এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। এমনকি সড়কে তারা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ছিল।  

সুদানে গেল চারদিনের সংঘাতে প্রায় ২০০ লোক মারা গিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

গেল দিন খার্তুমে লড়াইকারীরা মার্কিন কূটনীতিকদের গাড়িবহরে হামলা চালায়। পাশাপাশি ইইউ দূতের বাড়িতে হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩

আরএইচ 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।