ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে অনুদান নিতে এসে পদদলিত হয়ে ৭৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
ইয়েমেনে অনুদান নিতে এসে পদদলিত হয়ে ৭৮ জনের প্রাণহানি

ইয়েমেনের রাজধানী সানায় একটি স্কুলে রমজানের অনুদান বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের বরাতে এই খবর দিয়েছে বিবিসি।

 

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনার পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের বাব-আল-ইয়েমেন অঞ্চলে এই ঘটনা ঘটে। এতে অনেক আহত হয়েছেন।  

রয়টার্স বলছে, স্কুলে অনুদান নিতে অনেক লোক জড়ো হন। একেকজনের জন্য বরাদ্দ ছিল ৯ ডলার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়য় বলছে, অনুদান বিতরণে যারা দায়িত্বে ছিলেন, তাদের আটক করা হয়েছে। তদন্ত চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন, স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় না করে অনুদান বিতরণ করা হচ্ছিল।  

সানার এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, অনেকে আহত হয়েছেন। এর  মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।  

নাম প্রকাশ না করার শর্তে হুতির এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে।  

দুই প্রত্যক্ষদর্শীর বরাতে এপি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে হুতি যোদ্ধারা ফাঁকা গুলি চালায়, যা একটি বৈদ্যুতিক তারে লেগে বিস্ফোরণ ঘটায়। এর ফলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২০২৩

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।