ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

খুজেঁ পাওয়া গেছে তুতেনখামেনের পিতামহ আমেহোতেপের মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
খুজেঁ পাওয়া গেছে তুতেনখামেনের পিতামহ আমেহোতেপের মূর্তি

কায়রো: মিশরীয় পুরাতাত্ত্বিকরা প্রায় ৩ হাজার বছর আগের ফারাও সম্রাট তৃতীয় অ্যামেনহোতেপের মূর্তি খুজেঁ পেয়েছেন।

ধারণা করা হচ্ছে, বিখ্যাত ফারাও বালক তুতেনখামেনের পিতামহ তৃতীয় অ্যামেনহোতেপের মূর্তি এটি।



মিশরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকস জেনারেল সেক্রেটারি জাহি হাওয়াস বলেছেন, ‘এটি সত্যিই বিস্ময়কর! কারণ, এর সব কিছুই নিঁখুত অবস্থায় রয়েছে। ’

তৃতীয় অ্যামেনহোতেপকে কোম আল-হিতান মন্দিরের যে স্থানটিতে সমাধিস্থ করা হয়েছে, প্রত্ন-বিজ্ঞানীরা সেখানে খনন কাজ চালাচ্ছেন। এখানেই তুতেনখানমানের পিতামহের লাল-গ্রানাইটের তৈরি মূর্তি খুঁজে পাওয়া যায়।

মূর্তিটি একটি সিংহাসনে বসা এবং তার পাশেই আছেন দেবতা আমুন।

বিজ্ঞানীরা বলছেন, ‘পুরো মূর্তিটি ৩ মিটার উঁচু। ’

গত বছর এ মন্দির থেকে অনেক লাল-গ্রানাইটের তৈরি মূর্তি উদ্ধার করেন।

তৃতীয় অ্যামেনহোতেপ খ্রিস্টপূর্ব ১৩৯০ থেকে ১৩৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত মিশর শাসন করেন। তুতেনখামেনের ডিএনএ পরীক্ষা করে জানা গেছে, তৃতীয় অ্যামেনহোতেপই ছিলেন তুতেনখানমানের পিতামহ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।