ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে অস্ত্রবিরতির মধ্যেও গুলি-বোমার শব্দ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
সুদানে অস্ত্রবিরতির মধ্যেও গুলি-বোমার শব্দ

সুদানে নতুন অস্ত্রবিরতির ঘোষণার মধ্যেও গোলাগুলি ও বোমা বর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। মঙ্গলবার এই খবর দিয়েছে বিবিসি।

গেল ১৫ এপ্রিল সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘাতে এই নিয়ে চতুর্থবারের মতো অস্ত্রবিরতির চেষ্টা চলছে। আগের কয়েক দফায় কোনো পক্ষই অস্ত্রবিরতি মানেনি।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ৪৮ ঘণ্টার আলোচনা শেষে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) অস্ত্রবিরতিতে রাজি হয়েছে।  

সর্বশেষ এই অস্ত্রবিরতির প্রচেষ্টা শুরু হয় সোমবার মধ্যরাতে।

এই পর্যন্ত সংঘাতে ৪৫৯ জনের প্রাণ গেছে বলে জানা গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

উভয়পক্ষ বলছে, তারা শত্রুতা বন্ধ করবে।

খার্তুমের কেন্দ্রস্থল থেকে ৭ কিলোমিটার দূরে থাকা তাগরিদ আবদিন বলেন, তিনি মঙ্গলবার সকালে নিজের বাড়ির কাছে বোমাবর্ষণের আওয়াজ পেয়েছেন, যদিও অস্ত্রবিরতি চলছে।  

তিনি বিবিসিকে বলেন, এখন অবস্থা হলো যে, সকালেও আমি বোমাবর্ষণ ও গোলাগুলির আওয়াজ ছিল। নিশ্চিতভাবেই অস্ত্রবিরতি হয়নি।

খার্তুমে বিমান হামলার মাধ্যমে অস্ত্রবিরতি ভাঙার দায় আরএসএফ সেনাবাহিনীর ওপর চাপিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।