ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এইডস মোকাবিলায় তহবিল গঠনে সাত লাখ লোকের সই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

নিউইয়র্ক: এইচআইভি মোকাবিলায় তহবিল গঠনের উদ্দেশ্যে সাত লাখ লোক স্বাক্ষরিত একটি ফাইল জাতিসংঘের মহাসচিব বান কি মুনের হাতে সোমবার তুলে দেওয়ার কথা রয়েছে। বর্ন এইচআইভি ফ্রি নামের একটি সংস্থা এ জানিয়েছে।

খবর এএফপি’র।

একটি বিবৃতিতে বলা হয়, ২০১৫ সালের মধ্যে মায়ের কাছ থেকে সন্তানের দেহে এইচআইভি ছড়িয়ে পড়ার ঝুঁকি নির্মূল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রয়োজনীয় তহবিল সরবরাহের আহ্বান জানানো হয়েছে। বর্ন এইচআইভি ফ্রি সংস্থাটির প্রতি ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্র“নির সমর্থন রয়েছে।

ক্যাম্পেইনের তথ্য মতে, ২০০৯ সালে এইচআইভি আক্রান্ত ৫৩ শতাংশ অন্তঃসত্ত্বা নারীকে অ্যান্টিরিট্রোভাইরাল ওষুধ দেওয়া হয়েছে। অন্তঃসত্ত্বা, শিশুজন্ম ও স্তন্যপানের সময়ে এইচআইভি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এই ওষুধ দেওয়া হয়।

মঙ্গলবার নিউইয়র্কে বান কি মুনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে দাতা দেশগুলো এই উদ্দেশ্যে তহবিলের ঘোষণা দেবে। আশা করা হচ্ছে, দুই হাজার কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি আসতে পারে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।