আগামী ১৩ মে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্লিনে যাবেন বলে জার্মানির পত্রিকা তাদের খবরে জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৪ মে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউক্রেনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।
পরে জেলেনস্কি আচেনের উদ্দেশে রওনা হবেন ২০২৩ সালের শার্লেমেন পুরস্কার নিতে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরস্কারটি তৈরি করা হয়। যাদের ব্যতিক্রমী কাজ ইউরোপীয় ঐক্যের সেবায় সঞ্চালিত, তাদের এই পুরস্কার দেওয়া হয়।
এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি এখন একদিনের নর্ডিক সম্মেলনের জন্য ফিনল্যান্ডের হেলসিংকিতে রয়েছেন।
হেলসিংকিতে তিনি নর্ডিক দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যুদ্ধ ও ইউরোপীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ০৩, ২০২৩
আরএইচ