ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মে ৫, ২০২৩
৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান। শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি লোকজনের আহত হওয়ার খবর জানা গেছে। রয়টার্স।  

জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ৬ দশমিক ৩ থেকে সংশোধন করে ৬ দশমিক ৫ করা হয়েছে। পাশাপাশি আফটারশক নিয়ে সতর্ক করা হয়েছে। সুনামির সতর্কতা জারি হয়নি।

আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা বলেন, আগামী তিন দিনের মধ্যে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। বড় ভূমিকম্পের পর কম্পন হয়ে থাকে।  

ভূমিকম্প আঘাত হানা স্থানের বাসিন্দাদের প্রতি তার আহ্বান, এক সপ্তাহ নজর রাখতে হবে, যদি ৬ বা এর চেয়ে বেশি বা ৭ মাত্রার ভূমিকম্প ঘটে যায়! 

চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো জরুরি এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে ভূমিকম্প সাড়াদান কেন্দ্র চালু করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কিশিদা আমাদের নির্দেশনা দিয়েছেন ত্রাণ উদ্ধার কার্যক্রমের ক্ষমতা আমাদের হাতে রাখতে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।