ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার মুদ্রায় হলুদ পতাকা নিয়ে আপত্তি ভিয়েতনামের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ৫, ২০২৩
অস্ট্রেলিয়ার মুদ্রায় হলুদ পতাকা নিয়ে আপত্তি ভিয়েতনামের 

অস্ট্রেলিয়ার এক মুদ্রা নিয়ে শক্ত প্রতিবাদ দেখিয়েছে ভিয়েতনাম। মুদ্রাটিতে দক্ষিণ ভিয়েতনামের হলুদ পতাকার ছবি রয়েছে।

 

ভিয়েতনাম বলছে, এই মুদ্রা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক প্রবণতা অস্বীকার করে। তারা অস্ট্রেলিয়াকে এর প্রচলন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

ভিয়েতনাম যুদ্ধে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র-সমর্থিত দক্ষিণের সঙ্গে লড়াই করেছিল। জাতি ঐক্যবদ্ধকরণের মাধ্যমে এটি শেষ হয়।  

সীমিত সংস্করণের দুই ডলারের মুদ্রাটি ভিয়েতনাম থেকে অস্ট্রেলিয়ার সৈন্য প্রত্যাহারের ৫০ বছর পূর্তিতে চালু করা হয়।
 
মুদ্রায় একটি চক্রের মধ্যে হলুদ পতাকা রয়েছে।

ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র ফাম থু হ্যাং বলেন, আমরা রয়েল অস্ট্রেলিয়ান মিন্ট ও অস্ট্রেলিয়া পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাই যারা এমন একটি মুদ্রা ছেড়েছে, তিনটি স্ট্রাইপের সঙ্গে হলুদ পতাকা রয়েছে। এই পতাকা যে সরকারের, তার অস্তিত্ব নেই।  

মুদ্রার এক পার্শ্বে রয়েছে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি, উল্টোপাশে রয়েছে ইউএইচ-১এইচ হেলিকপ্টারের ছবি।  


যুদ্ধ শেষের স্মরণে পাঁচ দিনের ছুটি শেষ করে দেওয়ার বিরুদ্ধেও ভিয়েতনাম প্রতিবাদ জানায়।

এই বিষয়ে জানতে রয়েল অস্ট্রেলিয়ান মিন্টের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এর আগে তিনি বলেছিলেন, যারা কাজ করেছেন এবং জীবন হারিয়েছেন, তাদের সম্মানিত করতেই এই মুদ্রা চালু করা হয়েছে। ভিয়েতনামে ১৯৬২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ৫২০ জন অস্ট্রেলিয়ান নাগরিক প্রাণ হারান।

আধুনিক যুগের ভিয়েতনামের জন্য হলুদ পতাকা স্পর্শকাতর বিষয়। গেল বছরের জানুয়ারিতে ভিয়েতনামের জাতীয় টিভি চ্যানেলেন ভিয়েতনাম ও অস্ট্রেলিয়ার ফুটবল ম্যাচ ১০ মিনিট দেরিতে প্রচার শুরু করে। এর কারণ, অস্ট্রেলিয়ার ভক্তরা হলুদ-স্ট্রাইপড পতাকা নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন।  

২০১৮ সালের জুলাইয়ে ভিয়েতনামের আদালত তিন নারীকে চার বছরের দণ্ড দেন জনসমক্ষে হলুদ পতাকা হাতে নিয়ে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর দায়ে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।