রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনার প্রধানের বাখমুত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণাকে উড়িয়ে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা বলছে, ভাড়াটেরা সেখানে দৃঢ় অবস্থান ধরে রেখেছে।
শুক্রবার ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ভাগনার যোদ্ধারা বাখমুতে অবস্থান শক্ত করে ধরে রাখছে। রাশিয়ার ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় বার্ষিকী উদযাপনের আগেই সম্ভবত তারা শহরটি দখলে নিতে চায়।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার দেশটির এক টিভি চ্যানেলে দেওয়া ভাষণে বলেন, আমরা এখন তাদের (যোদ্ধাদের) পুরো আক্রমণাত্মক লাইন থেকে টানতে দেখছি যেখানে ওয়াগনার যোদ্ধারা ছিল, তারা (তাদের) বাখমুতের দিকে টানছে।
এক ভিডিও বিবৃতিতে ভাগনার প্রধান বলেছিলেন, তার সৈন্যরা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গোলাবারুদ পাচ্ছে না। আর এক কারণে তিনি তার সৈন্যদের ১০ মের মধ্যে বাখমুত থেকে সরিয়ে নেবেন।
ভিডিও বিবৃতিতে তিনি বলেন, আমার ছেলেরা গোলাবারুদ ছাড়া বাখমুতে অনর্থক ও অযৌক্তিক ক্ষতির সম্মুখীন হবে না।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ৬, ২০২৩
আরএইচ