জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, তিনি ইউক্রেনে সর্বাঙ্গীন যুদ্ধবিরতির আশু কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না।
স্প্যানিশ সংবাদপত্র এল পেইসে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গুতেরেস বলেন, দুর্ভাগ্যবশত, আমি বিশ্বাস করি যে এই পর্যায়ে শান্তি আলোচনা সম্ভব নয়। উভয়পক্ষেরই বিশ্বাস তারা জিততে পারবে।
গুতেরেস এখন চার্লস ভি ইউরোপিয়ান অ্যাওয়ার্ড নিতে এখন স্পেনে রয়েছেন।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে পরাজিত করার দিনটি স্মরণ করছে রাশিয়া। ৯ মে'কে বিজয় দিবস হিসেবে চিহ্নিত করে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে কুচকাওয়াজ করছে দেশটির সামরিক বাহিনী।
এই পরিস্থিতিতে রাশিয়ান বাহিনী মঙ্গলবার ইউক্রেনের ওপর নতুন করে হামলা শুরু করেছে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, তারা ২৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৩টি ধ্বংস করেছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ০৯, ২০২৩
আরএইচ