ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন ইইউ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ৯, ২০২৩
জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন ইইউ প্রধান

রাশিয়া আজ (৯ মে) বিজয় দিবস উদযাপন করছে। অন্যদিকে পশ্চিমা অনেক দেশই ইউরোপ দিবস উদযাপন করছে।

 

ঠিক এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন রয়েছেন ইউক্রেনের কিয়েভে। দিবসটি উদযাপনে তিনি সেখানে গিয়েছেন।

কিয়েভে ইইউ প্রধান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। সেখানে তিনি ইউরোপ দিবসে ইউক্রেনের প্রতি ইইউর অটুট সমর্থন পুনঃনিশ্চিত করবেন।

১৯৬০ এর দশক থেকে ইউরোপ দিবস উদযাপিত হয়ে আসছে। শুমান ঘোষণাপত্র স্মরণে দিবসটি উদযাপিত হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে ১৯৫০ সালের ৯ মে ঘোষণাপত্রটি সই হয়।

দিবসটিকে ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ডিক্রিতে সই করেছেন। পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ডিক্রিটি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।