ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুক-টুইটার ব্লকড, কয়েকটি শহরে ইন্টারনেট অচল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মে ১০, ২০২৩
ফেসবুক-টুইটার ব্লকড, কয়েকটি শহরে ইন্টারনেট অচল

পাকিস্তানি কর্তৃপক্ষ সে দেশে টুইটার ও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করে দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের গ্রেপ্তারের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে মঙ্গলবার এই পদক্ষেপ নেওয়া হলো।

খবর আল জাজিরা।

বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক নেটব্লকস মঙ্গলবার বলেছে, বেশ কিছু অঞ্চলে ইন্টারনেট একেবারে বন্ধ পরিলক্ষিত হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ যুক্তরাজ্যভিত্তিক অধিকার সংস্থাকে বলেছে, নিয়ন্ত্রক সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে। ইসলামাবাদসহ বেশ কয়েকটি শহরে ইন্টারনেট সার্ভিস অচল করে দেওয়া হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই পদক্ষেপ তথ্যে মানুষের প্রবেশাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেয়। পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই শিগগিরই যাতে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

ইমরানের গ্রেপ্তার ঘিরে তার ক্ষুব্ধ সমর্থকরা বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

মঙ্গলবার কয়েকটি মামলায় হাজিরা দিতে গেলে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ১০, ২০২৩।
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।