পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুতের কাছে চাসিভ ইয়ারে রকেট হামলায় নিহত হয়েছেন ফরাসি সাংবাদিক আরমান সোলদিন। তিনি এএফপি নিউজ এজেন্সির জন্য ভিডিও সাংবাদিক হিসেবে কাজ করতেন।
ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর তিনি ১৬তম সাংবাদিক, যিনি এই যুদ্ধে নিহত হলেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে থাকাকালীন একটি রকেট হামলায় এই সাংবাদিক নিহত হন।
ঘটনাটি প্রত্যক্ষকারী সহকর্মীদের বরাত দিয়ে এক টুইট বার্তায় এএফপি জানিয়েছে, সাংবাদিক সোলদিন বসনিয়ান বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিক ছিলেন। বাখমুতের কাছে চাসিভ ইয়ার শহরের উপকণ্ঠে রকেট হামলায় তিনি নিহত হন।
সোলদিন বসনিয়ার রাজধানী সারাজেভোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরাসি নাগরিক। লন্ডনে নিয়োগের আগে তিনি ২০১৫ সালে রোমে ইন্টার্ন হিসেবে এজেন্সিতে যোগ দেন। রাশিয়া আগ্রাসন শুরুর পরের দিন খবর সংগ্রহে তিনি ইউক্রেনে আসেন।
গতকালের হামলার সময় সোলদিনের সঙ্গে আরও চার সহকর্মী ছিলেন। তবে অন্য সাংবাদিকদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে এএফপি।
এদিকে সোলদিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এক টুইট বার্তায় সোলদিনের সাহসের প্রশংসা করেছেন ম্যাখোঁ।
সূত্র- আলজাজিরা
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মে ১০, ২০২৩।
এমএইচএস