ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে বোমা হামলা চেষ্টা: ফয়সাল শাহজাদের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
নিউইয়র্কে বোমা হামলা চেষ্টা: ফয়সাল শাহজাদের যাবজ্জীবন

নিউইয়র্ক: টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টার অভিযোগে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই রায়ের পর ফয়সাল বলেন, ‘মুসলিমদের সঙ্গে যুদ্ধ কেবল শুরু হলো।

’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের পরাজয় আসন্ন এবং অদূর ভবিষ্যতেই তা ঘটবে। ’

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বাসিন্দা শাহজাদ (৩০) গত পয়লা মে নিউইয়র্কে বোমা হামলা চেষ্টার ঘটনায় দোষ স্বীকার করেছেন। ২০০৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

বিচারক মিরিয়াম গোল্ডম্যান সেডারবাউম তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি এই দেশের প্রতি আনুগত্য প্রকাশের প্রতিজ্ঞা করেননি?’ উত্তরে শাহজাদ বলেন, ‘প্রতিজ্ঞা করেছিলাম। তবে আমি তা সম্মান করি না। ’

রায়ের আগে সহকারী মার্কিন অ্যাটর্নি র‌্যান্ডাল জ্যাকসন আদালতের নথিতে বলেন, ‘শাহজাদের অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়াও, তার ইতিহাস ও চারিত্রিক বৈশিষ্ট্য সর্বোচ্চ কারাদণ্ডের অনুকূলে স্যা হাজির করে। ’

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।