ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৮০ রুশ কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
৮০ রুশ কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জাপানের

রাশিয়ার ৮০টি কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করছে জাপান।

শুক্রবার জাপান সরকার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা তাস

নতুন নিষেধাজ্ঞার শিকার হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রাশিয়ান মোবাইল ফোন অপারেটর মেগাফোন, ফেডারেল সার্ভিস অব মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশন, রাশিয়ান ফাউন্ডেশন ফর অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস ইন দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি, এনপিও লাভোচকিন ডিজাইন ব্যুরো, কামাজ ট্রাক মেকার, স্কোলকোভো ফাউন্ডেশন এবং স্কোলকোভো ইনস্টিটিউট।

বার্তা সংস্থা তাস বলছে, এগুলো ছাড়াও আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করছে জাপান। যেসব রপ্তানি পণ্য রাশিয়ার শিল্প ভিত্তি শক্ত করতে ভূমিকা রাখে সেগুলোর তালিকাও করা হচ্ছে।

এবারের জি-৭ সম্মেলন আয়োজন করেছে জাপান। সম্মেলনের শুরুতেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রসহ জি-৭ জোটের নেতারা।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।