ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অভিযোগ ‘হাস্যকর ও ভিত্তিহীন’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুন ১১, ২০২৩
অভিযোগ ‘হাস্যকর ও ভিত্তিহীন’: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখাসহ ৩৭টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগকে ‘হাস্যকর ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুটি প্রচারণায় ট্রাম্প বলেন, এই অভিযোগের অর্থ হলো ‘দুর্নীতিগ্রস্ত’ এফবিআই এবং বিচার বিভাগের ‘নির্বাচনে হস্তক্ষেপ’।

এসময় তিনি অভিযোগের কথা অস্বীকার করেছেন।

জর্জিয়ায় রিপাবলিকান পার্টির প্রথম নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেন, ‘তারা প্রতারণা করছে, তারা দুর্নীতিগ্রস্ত। এই অপরাধীদের পুরস্কৃত করা যাবে না। তাদের অবশ্যই পরাজিত করা উচিত। ’

ট্রাম্প এসব অভিযোগকে ‘দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা একটি প্রতারণা’ বলে অভিহিত করেছেন। তিনি এটিকে ‘তামাশা’ এবং ‘বিচারের প্রতারণা’ হিসেবেও বর্ণনা করেছেন।

জর্জিয়া ও উত্তর ক্যারোলিনায় এক ঘণ্টারও বেশি সময় ধরে নির্বাচনী প্রচারণা চালান ডোনাল্ট ট্রাম্প। এসময় তিনি উপস্থিত রেকর্ড সংখ্যক সমর্থকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আমরা বর্তমান রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছি… এবং আমরা কাজটি শুরু করেছি। ’

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি কখনই নতিস্বীকার করব না, আমি কখনই নিরুৎসাহিত হব না। ’

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।