ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেতে শান্তিনিকেতনে সমীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেতে শান্তিনিকেতনে সমীক্ষা

কলকাতা: সুন্দরবন এবং দার্জিলিং অনেক আগেই ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে। এবার পালা শান্তিনিকেতনের।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শিক্ষার কেন্দ্রকে এ স্বীকৃতি দেওয়া যায় কি না তা খতিয়ে দেখতে শুরু হয়েছে সমীক্ষা।

ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনমেন্টস অ্যান্ড সাইটস সংস্থার এক প্রতিনিধি বুধবার ঘুরে দেখেছেন শান্তিনিকেতন। সঙ্গে ছিলেন ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিনিধি।

বুধবার দুই প্রতিনিধি শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে যান। পরে একে একে পাঠভবন, সঙ্গীত ভবন, কলাভবন, চিনভবন, রবীন্দ্রভবন ঘুরে দেখেন। শিল্পী রামকিঙ্কর বেইজির স্থাপত্য, নন্দলাল বসুর আঁকা ছবি দেখে তারা মুগ্ধ হন। তারা কথা বলেন পাঠভবনের শিক্ষার্থীদের সঙ্গে।

খোলা আকাশের নিচে পড়াশোনার পদ্ধতি দেখে তারা যথেষ্ট বিস্মিত এবং মুগ্ধ হন।

বিশ্বভারতীয় উপাচার্য রজতকান্ত রায় ঘটনার কথা স্বীকার করে জানান, ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেওয়ার আগে সবকিছু খতিয়ে দেখতে একজন প্রতিনিধি শান্তিনিকেতনে এসেছেন।

শান্তিনিকেতন ভারতের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথের স্বপ্নের শিক্ষাকেন্দ্র। পরে এখানে স্বীকৃতি দেওয়া হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।