ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হন্ডুরাসে জেলের নিয়ন্ত্রণ নিচ্ছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
হন্ডুরাসে জেলের নিয়ন্ত্রণ নিচ্ছে সেনাবাহিনী

হন্ডুরাসে জেলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী। গত সপ্তাহে নারীদের জেলে গ্যাং-ওয়ারে ৪৬ জনের মৃত্যু পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অপারেশন ‘ফেইথ অ্যান্ড হোপ’ শুরু করেছে। জেলের নিয়ন্ত্রণ নিতেই এ অপারেশন পরিচালনা করা হচ্ছে।

সোমবার (২৬ জুন) সকাল থেকে তামারা পেনাল সেন্টারে অভিযান শুরু হয়।

সেনাবাহিনী জানিয়েছে, তারা জেলের ভেতর থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্র, গ্রেনেড, গোলাবারুদ, মোবাইল জব্দ করেছে। বেআইনি ইন্টারনেট সংযোগও পাওয়া গেছে।

এ জেলেই সংঘর্ষে ৪৬ জন নারী বন্দির মৃত্যু হয়েছিল। জেলটিতে ৯০০ বন্দি থাকতে পারে।

সরকারিভাবে জানানো হয়েছে, হন্ডুরাসের ওই জেল থেকে ১৮টি পিস্তল, একটা অ্যাসল্ট রাইফেল, দুইটি মেশিন গান ও দুইটি গ্রেনেড জব্দ করা হয়েছে।  

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য জেলেও একই ধরনের অভিযান চালানো হবে।

তামারা জেলে বারিও ১৮ স্ট্রিট গ্যাংয়ের সদস্যদের সঙ্গে এমএস-১৩ গ্যাংয়ের সদস্যদের লড়াই হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বিপক্ষ গ্যাংয়ের সদস্যরা বন্দুক নিয়ে অন্য গ্যাংয়ের সদস্যরা যে সেলে ছিল, সেখানে ঢুকে পড়েন। তারপর তারা সেখানে আগুন ধরিয়ে দেন এবং সেলে তালা দিয়ে দেওয়া হয়। ফলে ভিতরে যারা ছিলেন তারা দগ্ধ হয়ে মারা যান।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।