ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুতের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইউক্রেন: শীর্ষ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
বাখমুতের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইউক্রেন: শীর্ষ কর্মকর্তা

পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইউক্রেন। এ দাবি দেশটির ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী গান্না মালিয়ার।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ২০২২ সালের মে মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি দখল করেছিল রুশ সেনারা।

রোববার (১৬ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গান্না মালিয়ার বলেন, আমরা ধীরে ধীরে বাখমুত এলাকায় এগিয়ে যাচ্ছি। শত্রু আক্রমণ করছে, তবে আমরা শহরের আশপাশে দক্ষিণের ফ্ল্যাঙ্কে প্রতিদিন অগ্রসর হচ্ছি। উত্তরেও আমরা আমাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছি।

ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের কাছে রুশদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, টানা দুই দিন ধরে শত্রুপক্ষ খারকিভের কুপিয়ানস্ক সেক্টরে সক্রিয়ভাবে আক্রমণ করছে। আমরা তাদের আটকে দেওয়ার চেষ্টা করছি। ভয়াবহ যুদ্ধ চলছে, আমাদের অবস্থানও দিনে কয়েকবার পরিবর্তন হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।