ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঢিলেঢালা চার পকেটঅলা শার্ট বাধ্যতামূলক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
ঢিলেঢালা চার পকেটঅলা শার্ট বাধ্যতামূলক!

হাভানা: কিউবার সরকার রাষ্ট্রীয় কাজে নিয়োজিত কর্মকর্তাদের ঢিলেঢালা শার্ট পরা বাধ্যতামূলক করতে একটি আইন পাস করেছে।

বিপ্লবের সোনালি যুগে জলপাই-নীল রঙের পোশাকই ছিলো সরকারি কর্মকর্তাদের প্রিয়।



পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা রাষ্ট্রীয় কাজের সময় ঢিলেঢালা শার্ট পরবে, যার চারটি বড় পকেট রয়েছে। এটা ভিতরে না গুঁজেই পরতে তবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব বৃহস্পতিবার আইনে রূপান্তরিত হয়েছে।

ওই আইনে বলা হয়েছে, ‘গায়াবেরা (শার্টের নাম) আমাদের দেশের ইতিহাসের দীর্ঘদিনের অংশ এবং কিউবা চিন্তাধারা প্রকাশের সবচেয়ে খাঁটি ও রীতিসম্মত প্রকাশ। ’

গায়াবেরা নামের শার্টটি সাংক্তি স্পিরিটুস প্রদেশ থেকে চালু হয়েছে। ওই প্রদেশের ইয়াইয়াবো নদীর তীরের খামার শ্রমিকরা পাটের কাপড় থেকে শার্ট  তৈরি করে, যেটাতে মাঠে গিয়ে সিগারেট রাখার জন্য বড় বড় পকেট থাকে।

শার্টটি এখন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক জনপ্রিয়। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বুলেট-প্র“ফ সংস্করণের এ ধরনের শার্ট পরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, শার্টটি গ্রামের মূল থেকে বিকশিত হয়েছে। যা কিউবার সব নাগরিক গর্ব ও সন্তুষ্টির নিয়ে পরেন।

স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে জয়ী হওয়ার পর বিপ্লবী নেতা নারসিসো লোপেস এরমকই একটি শার্ট পরেছিলেন। ১৯৫০-এর মে মাসে প্রথমবারেরম মতো তিনি এই শার্ট পরে কিউবার পতাকা উত্তোলন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।