ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে আগুন লেগে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
পাকিস্তানে বাসে আগুন লেগে নিহত ১৬ ফাইল ছবি (১৩ অক্টোবর ২০২২)

পাকিস্তানে এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সময় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে।

স্থানীয় সময় রোববার (২০ আগস্ট) ভোর ৪টায় ফয়সালাবাদ হাইওয়ের পিন্দি ভাট্টিয়ান এলাকায় একটি ডিজেল ড্রাম বহনকারী পিকআপ ভ্যানকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। এই সময় বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী বহন করছিল। এই ঘটনায় দুই ড্রাইভার প্রাণ হারিয়েছেন।

অঞ্চলটির ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার জানান, দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে দ্রুত বাসটিতে আগুন লেগে যায়। আশপাশের লোকজন বাসের কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের ফায়সালাবাদ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, বাস থেকে বের করা লাশগুলোর পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে।

গত জুলাই মাসেও পাকিস্তানে একই ধরনের এক বাস দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছিল।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এমএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।