ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ‌‌ইডালিয়ার ধ্বংসযজ্ঞ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ‌‌ইডালিয়ার ধ্বংসযজ্ঞ, নিহত ৩

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী সাইক্লোন ইডালিয়া ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এ সময় তিনজনের মৃত্যু হয়।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছেন হাজারো গ্রাহক।

সিএনএস ও এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইডালিয়ার আঘাতের পর ফ্লোরিডার বহু এলাকা জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে। ইডালিয়া বর্তমানে দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপান্তরিত হয়েছে। ফ্লোরিডা উপকূলে আঘাত হানার সময় এর ক্যাটাগরি ছিল ৩। ঘূর্ণিঝড়টির গতি পথ পরিবর্তন হয়ে জর্জিয়া ও সাউথ ক্যারোলিনার দিকে এগোচ্ছে।

জর্জিয়া ও সাউথ ক্যারোলিনায় এখন ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জর্জিয়ায় যারা পানিবন্দী হয়ে পড়েছেন, তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্তিস জানিয়েছেন, সাইক্লোনটি বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে তাদের রাজ্য অতিক্রম করে। ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্রটি জর্জিয়ায় প্রবেশ করেছে। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে। এর প্রভাবে ওই রাজ্যে বন্যা ও ভূমিধস হতে পারে। ঝড়টি ক্যাটাগরি-৪ শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হেনেছিল।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।