ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রুশ বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদের দুইটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

 

গত কাল ৩০ আগস্ট সামাজিক যোগযোগমাধ্যম টেলিগ্রাম পোস্টে ইউক্রেন সামরিক বাহিনী জানায়, রাশিয়া নিয়ন্ত্রিত শহর বাখমুতে গত মঙ্গলবার  (২৯ আগস্ট) অভিযানে অংশ নিয়েছিল ইউক্রেনের সেনাবাহিনীর দুটি এমআই-৮ হেলিকপ্টার।  

ইউক্রেনীয় সংবাদ মাধ্যম থেকে জানাযায়, বাখমুতের কাছে ক্রামাতোর্স্কে হেলিকপ্টার দুটি ধ্বংস হয়। পরে ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। হেলিকপ্টার দুটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। খবর আল জাজিরা।  

ইউক্রেন বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভহেন রাকিতা জানিয়েছেন,  ওই দুটি হেলিকপ্টারে যারা ছিলেন তারা সবাই কর্মকর্তা ছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

বাংলাদেশ সময়:১১৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।