ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ১৮ দুর্বৃত্তকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
দক্ষিণ আফ্রিকায় ১৮ দুর্বৃত্তকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় ১৮ দুর্বৃত্তকে হত্যা করেছে দেশটির পুলিশ। অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

দেশটির পুলিশ এক বিবৃতিতে নিহত ১৮ জনকে ‘ডাকাত’ বলে উল্লেখ করেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার সর্ব উত্তরের প্রদেশ লিমপোপোয় এ ঘটনা ঘটে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার লিমপোপো প্রদেশে বন্দুকযুদ্ধের সময় ১৮ সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, লিমপোপোর মাখাদো এলাকায় পুলিশের সঙ্গে একটি সংগঠনের বেশ কয়েকজন সদস্যের বন্দুকযুদ্ধ হয়। এ সময় কোনো পুলিশ সদস্য নিহত হয়েছেন কিনা, সে তথ্য পাওয়া যায়নি। তবে একজন কর্মকর্তা আহত হয়েছেন।

অস্ত্রে সজ্জিত ডাকাত দলটি ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) লুটের পরিকল্পনা করছিল।

দক্ষিণ আফ্রিকার পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি জানান, নিহতরা তাদের দলের অন্যান্য সদস্যদের সঙ্গে সিআইটি লুট করতো। লিমপোপো প্রদেশ, এমপুমালাঙ্গা ও গুয়েটাং শহরের কয়েকটি সিআইটি লুটের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।

প্রায় ৯০ মিনিট ধরে ডাকাত দল ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ হয় বলেও সংবাদমাধ্যমটি প্রতিবেদনে উল্লেখ করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।